মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

তিলিপ হিফজখানার সভাপতি সাহেবের আগমন

অক্টোবর ১৭, ২০২৪ কোরআন

ঐতিহ্যবাহী তিলিপ দরবার শরীফ দারুস্সুন্নাত গনিয়া তাহফিজুল কোরআন মাদরাসার সম্মানিত সভাপতি জনাব এম এ খালেক সাহেব অত্র হিফজ মাদরাসায় পরিদর্শনে আসেন।

১৬/১০/২০২৪ রোজ বুধবার ঐতিহ্যবাহী তিলিপ দরবার শরীফ দারুস্সুন্নাত গনিয়া তাহফিজুল কোরআন মাদরাসার সম্মানিত সভাপতি জনাব এম এ খালেক সাহেব অত্র হিফজ মাদরাসায় পরিদর্শনে আসেন।

তিলিপ দরবার শরীফের হযরত পীর ছাহেব কেবলা আল্লামা শাহ্ সূফী আবু ছালেহ মোহাম্মদ রুহুল আমীন সিদ্দিকী মাঃজিঃআঃ কে সাথে নিয়ে বিভিন্ন ক্লাস ও ভবন দেখে সন্তুষ প্রকাশ করে কিছু কাজ করতে পরামর্শ দেন।

একাডেমিক বিষয়ে অত্র মাদরাসার মোহতামীম মুফতি শাহ গিয়াস উদ্দীন গনি হাফিঃ থেকে খুঁজ-খবর নেন। হাফেজ সাহেব  শিক্ষার্থীদের আবাসন ও কোরআন হিফজে আন্তর্জাতিক মানের মাশক ও হিফজ পদ্ধতি অনুসরণের পরামর্শ দেন।(বি:দ্র: হাফিজ কাউসার আলম সাহেব হুফ্ফাজ থেকে ট্রেনিং প্রাপ্ত)

সর্বশেষ কোরআনের খেদমতে আসতে পেরে আল্লাহ তায়ালার শুকরীয়া আদায় করেন।

সুত্র :ট্রাস্ট রিপোর্ট

হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট