মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

তিলিপ দরবার শরীফের ৮৬তম বার্ষিক মাহফিলের পরামর্শ সভা অনুষ্ঠিত।।

অক্টোবর ১২, ২০২৪ কোরআন, সাধারণ

তিলিপ দরবার শরীফের ৮৬তম বার্ষিক মাহফিলের পরামর্শ সভা অনুষ্ঠিত।।

শতাব্দীর ঐতিহ্যধন্য যুগে শ্রেষ্ঠতম আধ্যাত্মিক মার্কাজ, ঐতিহ্যবাহী তিলিপ দরবার শরীফের আগামী ২২নভেম্বার রোজ শুক্রবার ৮৬তম ঐতিহাসিক বার্ষিক ঈছালে ছাওয়াব মাহফিল উপলক্ষে

তিলিপ দরবার শরীফের পীর ছাহেব কেবলা মাও:শাহ্ সূফী আবু ছালেহ মোহাম্মদ রুহুল আমীন সিদ্দিকী মা:জি:আ: এর সভাপতিত্বে ও বড় ছাহেবজাদা মুফতি শাহ গিয়াস উদ্দীন গনি এর ২৫লক্ষ টাকার বাজেট ও সার্বিক দিক নির্দেশনায় মাহফিলের পরামর্শ সভা আজ দ্বীনিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। সকলে মাহফিলের প্রচার ও সফলতা পরামর্শ দেন।
এতে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজন, সাংবাদিক, পেশাজীবি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শ্রমজীবী, অত্র ট্রাস্টের মাদ্রাসা সমূহের অভিভাবকগণ, কমিটির সদস্য বৃন্দ ও দরবারের ভক্ত-মুরিদান ও হিতাকাংখীবৃন্দ।

আলোচনা করেন:- ট্রাস্টের ক্যাশিয়ার জনাব আহসান উল্লাহ । ট্রাস্টের ভাইস চেয়ারম্যান জানাব আরিফুল আলম নোমান। ট্রাস্টের ডিরেক্টর জেনারেল আবুল কালাম আজাদ, লাকসাম। বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মাজহারুল ইসলাম ছুফু। দ্বীনিয়া মাদ্রাসার সহ-সভাপতি মাও: নেছারুদ্দীন। বালিকা মাদ্রাসার অভিভাবক সদস্য মাওঃ আবু তাহের – কালেম, বদরী কাফেলা সদস্য জনাব নূরুল আমিন-নাঙ্গলকোট, গনিয়া কাফেলা সদস্য মাও:শহিদুল্লাহ – আদ্রা, মাও:মোস্তফা সাহেব-পদুয়া, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার সহ সভাপতি মাওঃ আমির হোসেন, দরবার শরীফ মসজিদের ক্যাশিয়ার জনাব সেলিম জাহাঙ্গীর। জনাব আ:আলী সাহেব – কেন্দ্রা। দ্বীনিয়া মাদ্রাসার নায়েবে মোহতামীম মাও: মনিরুজ্জামান। বালিকা মাদ্রাসার আরবী প্রভাষক মাও: নূরুল ইসলাম গোলজারী। দ্বীনিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক মাও: আব্দুল লতিফ ও জনাব মৌ:ইসরাফিলসহ প্রমূখ
সঞ্চালনায় ছিলেন : ট্রাস্টে সহ ক্যাশিয়ার ও হিফজখানার যুগ্ম সম্পাদক জনাব আলমগীর হোসেন, মাদ্রাসার আরবী প্রভাষক ছোট ছাহেবজাদা মাও: খালিদ নুর, আমিনীয়া তাহজীবি সংসদ এর পরিচালক মৌ: মোজাম্মেল হোসাইনসহ সকল শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের পদচারনায় উক্ত অনুষ্ঠান প্রাণবন্ত করে।
পরিশেষে পীর ছাহেব কেবলার আলোচনা ও দোয়া মাধ্যমে পরিসমাপ্তি হয়।

হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট