তিলিপ দরবার শরীফের বিষয়ে বিশেষ বার্তা
আমি মাওলানা শাহ্ সূফী আবু ছালেহ মোহাম্মদ রুহুল আমীন সিদ্দিকী, গদ্দিনিশীন পীর, তিলিপ দরবার শরীফ বার্তা দিচ্ছি যে,
প্রিয় দেশবাসী ও এলাকাবাসী আপনাদের অজানা নয় যে,
আমার ওয়ালিদ ও পীর আলহাজ্জ মাওলানা শাহ্ সূফী আব্দুল গনি পীর ছাহেব রহঃ এর অসিয়ত ও নির্দেশনার আলোকে অত্র দরবার শরীফের সকল কার্যক্রম মরহুম হুজুরের নকশা-নমুনায় চলমান আছে। আমি মরহুম পীর ছাহেব কেবলার খানকায়ে অবস্থান করছি। আমিই মরহুম হুজুরের একমাত্র স্থলাভিষিক্ত ও গদ্দিনিশীন। কেউ কেউ এত্র দরবারের নামে গদ্দিনিশীন /বর্তমান পীর সাহেব হিসেবে মিথ্যা লকব ব্যবহার করেছে মর্মে আমার দৃষ্টিতে এসেছে। এসব মিথ্যা প্রচারে বিভ্রান্ত হবেন না। মরহুম পীর ছাহেব কেবলার দরবার কিভাবে চলবে কে হবেন তার স্থলাভিষিক্ত সাবকবলা ট্রাস্ট দলিলে সব উল্লেখ আছে বিস্তারিত জানতে ও দরবার শরীফের প্রতিষ্ঠান সমূহে দান করতে 01712641203/ 01882871700 এ নাম্বারে যোগাযোগ করুন।
বার্তা প্রেরক, মাওলানা শাহ্ সূফী আবু ছালেহ মোহাম্মদ রুহুল আমীন সিদ্দিকী
গদ্দিনিশীন পীর ছাহেব, তিলিপ দরবার শরীফ, নাঙ্গলকোট, কুমিল্লা।