বুধবার, অক্টোবর ৮, ২০২৫

আগামী বৃহস্পতিবার, মাসিক তালীমী জলসা, তিলিপ দরবার শরীফ, নাঙ্গলকোট, কুমিল্লা

জুন ২০, ২০২৫

তিলিপ দরবার শরীফের তালিমী জলসার দাওয়াত
প্রিয় দেশবাসী ও এলাকাবাসী আগামী ২৬/০৬/২০২৫ রোজ বৃহস্পতিবার বাদ হতে ঐতিহ্যবাহী তিলিপ দরবার শরীফের মাসিক তালীমী জলসা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
আমার ওয়ালিদ ও শায়েখ আলহাজ্জ মাওলানা শাহ্ সূফী আব্দুল গনি পীর ছাহেব রহঃ এর অসিয়ত ও নির্দেশনার আলোকে অত্র দরবার শরীফের সকল কার্যক্রম মরহুম হুজুরের নকশা-নমুনায় চলমান আছে। আমি মাওলানা শাহ্ সূফী রুহুল আমীন সিদ্দিকী, গদ্দিনিশীন পীর, তিলিপ দরবার শরীফ বার্তা দিচ্ছি যে, আমিই মরহুম হুজুরের একমাত্র স্থলাভিষিক্ত ও গদ্দিনিশীন। কেউ কেউ এত্র দরবারের নামে গদ্দিনিশীন /বর্তমান পীর সাহেব হিসেবে মিথ্যা লকব ব্যবহার করেছে মর্মে আমার দৃষ্টিতে এসেছে। এসব মিথ্যা প্রচারে বিভ্রান্ত হবেন না। বিস্তারিত জানতে ও দরবার শরীফের প্রতিষ্ঠান সমূহে দান করতে 01712641203/ 01882871700 এ নাম্বারে যোগাযোগ করুন।
বার্তা প্রেরক, মাওলানা শাহ্ সূফী আবু ছালেহ মোহাম্মদ রুহুল আমীন সিদ্দিকী
গদ্দিনিশীন পীর ছাহেব, তিলিপ দরবার শরীফ, নাঙ্গলকোট, কুমিল্লা।

হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট