এতদ্বারা তিলিপ দারুস্সুন্নাত গনিয়া ট্রাস্ট আওতাধীন প্রতিষ্ঠান সমূহের সকল কমিটির সদস্য বৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পীর ছাহেব কেবলার ওমরা সফর উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৫/০১/২০২৪) বাদ এশা ঐতিহ্যবাহী তিলিপ দরবার শরীফ জামে মসজিদে এক জরুরী সভার আহবান করা হয়েছে। উক্ত সভায় কমিটির সকল সদস্যদের উপস্থিত হওয়ার জন্যে অনুরোধ করা হলো।
নিবেদক
পরিচালক প্রশাসন অত্র ট্রাস্ট।