শনিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৫

পীর ছাহেব কেবলার সফর পূর্ব ট্রাস্ট আওতাধীন প্রতিষ্ঠান সমূহের মিটিং

জানুয়ারি ২৫, ২০২৪

এতদ্বারা তিলিপ দারুস্সুন্নাত গনিয়া ট্রাস্ট আওতাধীন প্রতিষ্ঠান সমূহের সকল কমিটির সদস্য বৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পীর ছাহেব কেবলার ওমরা সফর উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৫/০১/২০২৪) বাদ এশা ঐতিহ্যবাহী তিলিপ দরবার শরীফ জামে মসজিদে এক জরুরী সভার আহবান করা হয়েছে। উক্ত সভায় কমিটির সকল সদস্যদের উপস্থিত হওয়ার জন্যে অনুরোধ করা হলো।

নিবেদক

পরিচালক প্রশাসন অত্র ট্রাস্ট।

হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট