শনিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৫

পবিত্র ঈদে মিলাদুন্নাবী স: উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন

সেপ্টেম্বর ১৫, ২০২৪

এতদ্বারা তিলিপ দারুস্সূন্নাত গনিয়া ট্রাস্ট আওতাধীন প্রতিষ্ঠান সমূহের (দ্বীনিয়া, বালিকা, নূরানী, হিফজ, এতিমখানা) সকল শিক্ষার্থী, শিক্ষক মহোদয়গণ, কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহানবী হযরত মুহাম্মদ স: এর জন্ম মাস উপলক্ষে চলমান কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সকাল কাল ০৮:৩০মি: মাদরসায় উপস্থিত হয়ে আনন্দ মিছিল ও ইসলামী সংস্কৃতি কর্মসূচির প্রাক প্রস্তুতী ও যাবতীয় কর্ম সম্পাদনের জোর নির্দেশ দেওয়া হল।

নির্দেশক্রমে

মোহতামীম /অধ্যক্ষ

অত্র ট্রাস্ট প্রতিষ্ঠান সমূহ

বি:দ্র:

বিশেষত দরবারের ওলামা, খুলাফা, ফুদালা, মুরিদান, ভক্ত ও পুরুষ অভিভাবকসহ সকলকে দাওয়াত দিয়ে অনুষ্ঠানের রওনক বৃদ্ধি করবেন।।

হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট