এতদ্বারা তিলিপ দারুস্সূন্নাত গনিয়া ট্রাস্ট আওতাধীন প্রতিষ্ঠান সমূহের (দ্বীনিয়া, বালিকা, নূরানী, হিফজ, এতিমখানা) সকল শিক্ষার্থী, শিক্ষক মহোদয়গণ, কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহানবী হযরত মুহাম্মদ স: এর জন্ম মাস উপলক্ষে চলমান কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সকাল কাল ০৮:৩০মি: মাদরসায় উপস্থিত হয়ে আনন্দ মিছিল ও ইসলামী সংস্কৃতি কর্মসূচির প্রাক প্রস্তুতী ও যাবতীয় কর্ম সম্পাদনের জোর নির্দেশ দেওয়া হল।
নির্দেশক্রমে
মোহতামীম /অধ্যক্ষ
অত্র ট্রাস্ট প্রতিষ্ঠান সমূহ
বি:দ্র:
বিশেষত দরবারের ওলামা, খুলাফা, ফুদালা, মুরিদান, ভক্ত ও পুরুষ অভিভাবকসহ সকলকে দাওয়াত দিয়ে অনুষ্ঠানের রওনক বৃদ্ধি করবেন।।