বুধবার, অক্টোবর ৮, ২০২৫

তিলিপ দারুসসুন্নাত গনিয়া তাহফিজুর কোরআন মাদ্রাসার ছাত্রের হিফজ সুসম্পন্ন

সেপ্টেম্বর ১৮, ২০২৫ New Post, কোরআন

কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার তিলিপ দরবার শরীফের দারুসসুন্নাত গনিয়া ট্রাস্ট আওতাধীন প্রতিষ্ঠান তিলিপ দারুসসুন্নাত তাহফিজুর কোরআন মাদ্রাসার ছাত্র মোঃ আরিফ উল্লাহ রাফি, পিতা মোঃ আহসান উল্লাহ গ্রাম: অশ্বদিয়া।
গত ০৫/০৯/২০২৫ পবিত্র কোরআন করীমে সম্পূর্ন হিফজ সুসম্পন্ন করে।। মাদ্রাসার মোহতামীম মুফতি শাহ্ গিয়াস উদ্দিন গনিকে শেষ সবক শুনান।।
পরিশেষে তার বাবা হযরত পীর ছাহেব কেবলা আল্লামা শাহ্ সূফী আবু ছালেহ মোহাম্মদ রুহুল আমীন সিদ্দিকী মাঃজিঃআঃ এর নিকট স্বাক্ষাত ও দোয়া চান।
সে ভবিষ্যতে দ্বীনি ও দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে দেশবাসীর কাছে দোয়া চান।।
দিদারুল আলম: স্টাপ রিপোর্টার-GR.Tv- global Voice,

হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট