বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

প্রতিষ্ঠান পরিচিতি

প্রতিষ্ঠান পরিচিতি

তিলিপ দারুসসুন্নাত গনিয়া ট্রাস্টে সংক্ষিত পরিচিতি

 

লেখকঃ-মুফ্তি শাহ্ গিয়াস উদ্দীন গণী।

 

তিলিপ দারুচ্ছুন্নাত গনিয়া ট্রাস্টের প্রতিষ্ঠাতা তিলিপ দরবার শরীফের পীর সাহেব কেবলা আলহাজ্জ মাওলানা শাহ্ সূফী আব্দুল গনি (রহঃ)

 

যার আদর্শ চালচলন রাসুল (সাঃ) এর মুজাসসাম নমুনায়, উপমহাদেশের উল্লেখযোগ্য ধর্মপ্রচারকদের একজন, যিনি দ্বীন প্রচারে ভারতের আগরতলায়, ত্রিপুরার- উদয়পুর, উমরপুর,২৪ পরগনা কলিকাতায়, কুমিল্লা- বাক্ষনবাড়িয়া, ফেনী, নোয়াখালী, হবিগঞ্জ বাকেরগঞ্জ বরিশাল পার্বত্য জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি সহ বাংলার আনাচে কানাচে অতিবাহিত করেন,।

 

তিনি বাকেরগঞ্জ থাকাকালীন মোজাদ্দেদে জামান কুতুবুল আলম ছারছীনা দরবার শরীফের পীর সাহেব কেবলা আলহাজ্জ মাওলানা শাহ সুফি নেছার উদ্দীন (রহ) এর হাতে বায়াত গ্রহণ করেন, ১৯২৭ ইং সন থেকে দীর্ঘ ১৩ বছর তারঁ খেদমত ও রেয়াযতে লিপ্ত থাকেন, এবং চার তরিকায় কামেল হন। ১৯৩৯ ইং সালে ছারছীনার পীর সাহেব কেবলা অত্র অঞ্চলে সর্বপ্রথম তিলিপ দরবার শরীফের ইছালে ছওয়াব মাহফিলে আসেন, পরবর্তী মাহফিলে ১৯৪০ ইং সনে ট্রাস্টের কার্যক্রম প্রতিষ্ঠা করেন, এলাকার গন্যমান্য সকলের নামে এ মর্মে চিঠি পাঠালেন আজ থেকে সকলে আব্দুল গনি কে “সুফী” সাহেব বলে ডাকবে, আমি তাকে খেলাফত দিলাম, বর্তমানে ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষকতা ও চেয়ারম্যানঃ-মাওলানা শাহ সুফি আবু ছালেহ মোহাম্মদ রুহুল আমীন সিদ্দীকি পীর সাহেব (মাঃজিঃআঃ)

মরহুম পীর ছাহেব কেবলার নির্দেশে ট্রাস্টে আরো স্থায়ী পৃষ্ঠপোষকতা করেন মাওলানা নূরুল আমীন পীর ছাহেব করপাতি দরবার শরীফ ও আলহাজ্জ এ কে এম মনিরুজ্জামান খাঁন, নাঙ্গলকোট।

 

তিলিপ দারুচ্ছুন্নাত গনিয়া ট্রাস্টের পরিচালিত প্রতিষ্ঠানসমূহঃ-

১/ দারুসসুন্নাত ছালেহিয়া দ্বীনিয়া মাদরাসা,

২/ দারুসসুন্নাত গনিয়া হেফজখানা,

৩/ দারুসসুন্নাত উম্মে হাবীবা বালিকা মাদরাসা

৪/ দারুসসুন্নাত গনিয়া লিল্লাহ বোডিং ও এতিমখানা

৫/ নেছারীয়া জামে মসজিদ,

৬/ আল আমিন রিসার্চ একাডেমি,

৭/ নেছারিয়া খানকা শরীফ,

৮/ শাহ্ সুফি আব্দুল গনি (রহ) শাহী ঈদগাহ ময়দান,

৯/ বার্ষিক ইছালে সওয়াব মাহফিল কার্তিকে বা নভেম্বরে ১০তারিখ নির্ধারিত।

১০/ মাসিক তালিমি জলসা,

১১/ দারুসসুন্নাত মাকতাবায়ে গনিয়া,

১২/ শাহ্ আব্দুল আওয়াল রহঃ ইলমুল কোরআন প্রশিক্ষণ,

১৩/ আমিনীয়া তাহজীবি সংসদ (গজল/নাশিদ পরিবেশক দল)

১৪/ ইয়ানাতুল ইনসান। (মানব সেবা)

১৫/ বাতুপাড়া নেছারীয়া খানকা শরীফ

১৬) তাইন্দং নেছারীয়া খানকা শরীফ

 

( বিশেষভাবে দ্বীন প্রচারে কিছু চিঠিপত্র ও দুইখানা কিতাব রচনা করেন বর্তমান হযরত পীর ছাহেব কেবলার সম্পাদনায়—-১-শাজরায়ে সুফিয়া,২- হজ্ব ও জিয়ারত।

 

নিজ দরবারে পীর ও খেলাফত প্রদানঃ-তাঁর সাহেবজাদা আলহাজ্ব মাওলানা শাহ সুফি আবু ছালেহ মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী পীর সাহেব( মাঃজিঃআঃ) কে ত্বরিকতের তালিম দিয়ে ইন্তেকালের কিছুকাল পূর্বে তাঁর পরবর্তী খেলাফত ও তা`লীম এবং ট্রাস্ট পরিচালিত দরবার ও বাহিরে প্রতিষ্ঠিত যাবতীয় প্রতিষ্ঠানসমূহ পরিচালনার দায়িত্ব(চেয়ারম্যান) দেন।

যে তালিম প্রতি বাংলা মাসের দ্বিতীয় বৃহস্পতিবার ছারছীনা দাদা হুজুর কেবলা নির্ধারণ করেন।

তথ্যসুত্রঃ-যা তারঁ অসিয়তনামায় উল্লেখ আছে ও তার মুরিদান— কারী ইউনুস-কালেম,

মাওলানা আব্দুল মালেক- মক্রমপুর,

জনাব আহসান উল্লাহ-অশ্বদীয়া সহ

মাওলানা নুরুল আমিন- তাঁর একমাত্র খলিফা করপাতি,

মাওঃ আব্দুল খালেক মজুমদার- শ্রীকামতা,

(তাঁর ইন্তেকাল বার্ষিকীতে কারী ইউনুস খেলাফত প্রসঙ্গে উল্লেখ করলে–হুজুর কেবলার উপস্থিত ভক্ত মুরিদান সকলে সমস্বরে সমর্থন করেন ।

 

 

হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট