
মুফতী শাহ্ গিয়াস উদ্দীন গনি(আবু নাঈম মোহাম্মাদ গিয়াস উদ্দীন) ( ভাইস চেয়ারম্যান (প্রশাসন) )
Manager Biography
মুফতি শাহ গিয়াস উদ্দীন গনি (আবু নাঈম মোহাম্মদ গিয়াস উদ্দীন) কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার তিলিপ গ্রামের ঐতিহ্যবাহী সুফী পরিবারে মাও: শাহ্ সূফী আব্দুল গনি পীর ছাহেব রহঃ এর পুত্র মাও: শাহ্ সূফী আবু ছালেহ মোহাম্মদ রুহুল আমীন সিদ্দিকী পীর ছাহেব কেবলার বড় ছাহেবজাদা তিনি ১৯৮৭ সালের ১৫ নভেম্বর নিজ বাড়িতে ভোরবেলা জন্ম গ্রহণ করেন। সার্টিফিকেটে (০১/০১/১৯৯০)
শিক্ষা জীবন: তিনি ইবতেদায়ী ১ম থেকে ৫ম নিজ দাদার প্রতিষ্ঠিত তিলিপ ছুফিয়া নূরীয়া আলিম মাদরাসার থেকে ৫ম ও পার্শ্ববর্তী মৌকরা মাদ্রাসা থেকে ৭ম (১৯৯৯) ও ধামতি কামিল মাদ্রাসা থেকে ৮ম (২০০১)। এর পর ৯ম থেকে ফাযিল পর্যন্ত টুমচর ইসলামীয়া কামিল মাদ্রাসা (২০০২-২০০৯) । ছারছীনা কামিল মাদ্রাসা থেকে কামিল হাদিস,(২০১০-২০১১) ফিকাহ (শুধু ক্লাস করা হয়েছে), কুমিল্লা চকবাজার কামিল আলিয়া মাদ্রাসা থেকে ফিকাহ, তাফসীর, আদবে কৃতিত্বের সাথে পাশ করে। পাশাপাশি ঢাকা বসুন্ধরা কাওমি মাদ্রাসা থেকে মিশকাত, ফরিদাবাদ মাদ্রাসা থেকে দাওরা হাদীস সুসম্পন্ন করেন। (২০০৬)
কর্মজীবন: ০১/০১/২০১২খ্রি: থেকে তিলিপ দারুস্সূন্নাত গনিয়া ট্রাস্টে ভাইস চেয়ারম্যান (প্রশাসন) ও ট্রাস্ট আওতাধীন প্রতিষ্ঠান সমূহের অধ্যক্ষ ও মোহতামীম হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
২৪/০৯/২০২৩খ্রি: থেকে এন টি আর সি এ এর মাধ্যমে '' প্রভাষক আরবী'' হিসেবে তিলিপ ছুফিয়া নূরীয়া আলিম মাদরাসায় নিয়োগপ্রাপ্ত হয়ে বর্তমান সুনামের সাথে কর্মরত আছেন।
এছাড়া তিলিপ দরবার শরীফের বড় ছাহেবজাদা হিসেবে নিয়মিত তরীকা চর্চা ও দরবার শরীফ কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান, তালীমী জলসা, মাহফিলের মাধ্যমে দ্বীনি দাওয়াতী কার্যক্রম পরিচালনা করে আসছেন।
Manager Quotes
তিনি দ্বীনি দাওয়াত ও মহান পেশা শিক্ষকতার পেশার পাশাপাশি লিখনির মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছেন।
তার লিখিত কিতাব '' সিয়ামুন্নাবী স:'' প্রকাশিত হয়েছে। আলহামদুলিল্লাহ সর্বমহলে সমাদৃত হয়ে ১ম প্রকাশ শেষ।
শাজরায়ে ছুফিয়া ও মরহুম পীর কেবলার সংক্ষিপ্ত জীবনী এ দুটি কিতাব সম্পাদনা করেন।
আরো ৩টি কিতাব লিখার কাজ চলমান ।